amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১৮ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আক্তারুজ্জামান জিসানের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ক্যাম্পাস প্রতিনিধি
জানুয়ারি ১৮, ২০২৩ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( নোবিপ্রবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেন শাখা ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশী নেতা আক্তারুজ্জামান জিসান। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী টং দোকানীর এবং পথশিশুদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে আক্তারুজ্জামান জিসান বলেন, বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছর ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের চতুর্থ শ্রেণীর কর্মকর্তা, পথশিশু ও টং দোকানীদের মাঝে আমাদের উপরহার তুলে দিয়েছি৷ আমাদের মানবিক এসব কাজ অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।