মোরেলগঞ্জ প্রতিনিধি: কলি আক্তার
বাগেরহাটের মোরেলগঞ্জে ৭১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সাড়ে তিন মেট্রিকটন উচ্চ ফলনশীল জাতের আমন ধানের বীজ ও ১৪ মেট্রিকটন ২শ’ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে ৫ কেজি করে আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে বিতরণ করেন।
কৃষি অধিদপ্তর আয়োজিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, উপজেলা কৃষি অফিসার আকাশ বৈরাগী উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।