amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ৯ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

জবিতে নীলদলের সভাপতি জাকির হোসেন সম্পাদক নাফিস আহমদ নির্বাচিত

ইমরান হোসেন, জবি প্রতিনিধি
আগস্ট ৯, ২০২২ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদলের (একাংশের) কার্যনির্বাহী কমিটি ২০২২ এর সভাপতি নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রসায়ন বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাফিস আহমদ।

সোমবার (৮ আগষ্ট) মোট ১১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দিয়েছেন জবি নীলদল কার্যনির্বাহী পর্ষদ নির্বাচন-২০২২ এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোঃ সৈয়দ আলম।

কমিটির অন্য সদস্যরা হলেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোঃ আবদুল আলীম, ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছগীর হোসেন খন্দকার, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মোঃ মিজানুর রহমান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাফিস আহমদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ কামাল হোসেন, সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. ঝুমুর আহমেদ, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মোজাম্মেল হক, চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ইমাম হোসেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক দেওয়ান বদরুল হাসান এবং সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কে. এম. সুজাউদ্দিন।

উল্লেখ্য, নবগঠিত কমিটির কার্যনির্বাহী পর্ষদ- এর প্রথম সভায় ৯ জন সাধারণ সদস্যের মধ্য হতে সহ-সভাপতি, কোষাধ্যক্ষ ও যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।