amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১২ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

অনশনে একাত্মতা প্রকাশ করে জবি শিবিরের ৬ দফা দাবি

রাশেদুজ্জামান রাশেদ
জানুয়ারি ১২, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর নিকট হস্তান্তর এবং হল নির্মাণসহ সকল দাবির ভিত্তিতে চলমান অনশনের সাথে  একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। এবং সেই সাথে দ্বিতীয় ক্যাম্পাস ইস্যুতে রোববার (১২ জানুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীলবৃন্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সকল দাবি মেনে নিতে, দ্রুত দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর নিকট হস্তান্তর, হল নির্মাণ এবং অতি দ্রুত সময়ের মধ্যে জকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করার জন্য ৬ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করে।

শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম ও সেক্রেটারি রিয়াজুল ইসলাম স্বাক্ষরিত স্মারকলিপিতে তারা উল্লেখ করেন। দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অস্থায়ী আবাসন নিশ্চিতকরণ, জকসু নির্বাচন এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত রয়েছে, যা শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ও সাংস্কৃতিক উন্নয়নে মারাত্মক বাধা সৃষ্টি করছে। ফলে শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায় ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে আপনার নিকট বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করছি।
শাখা ছাত্রশিবিরের দাবিসমূহ হলো,
১).অবিলম্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।
২). দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সেনাবাহিনীর তত্ত্বাবধানে হস্তান্তর করে শিক্ষার্থীদের জন্য উন্নত শিখন ও গবেষণা পরিবেশ নিশ্চিত করা।
৩) নতুন ক্যাম্পাস, জকসু ও আবাসন সংক্রান্ত কাজ তদারকির জন্য ছাত্র-শিক্ষার্থীদের সমন্বয়ে একটা টিম/ কমিটি গঠন করতে হবে।
৪) ছাত্র-শিক্ষক মতবিনিময় সভার আয়োজন করতে হবে প্রতি মাসে কমপক্ষে একবার ছাত্র-শিক্ষক মতবিনিময় সভার আয়োজন করতে হবে।
৫) অস্থায়ী হল নির্মাণ করে অগ্রাধিকার ভিত্তিতে অস্বচ্ছল শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করতে হবে।
৬) ছাত্রশিবিরের প্রস্তাবিত (১৭ দফা) দাবীগুলো অতিদ্রুত দৃশ্যমান কাজে রুপান্তরিত করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।