পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন ও হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর স্মরণে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর ১৭৬ নং চাদঁগাও বাস টার্মিনাল শাখার উদ্যোগে গতকাল (১৫ সেপ্টেম্বর) শুক্রবার বাদে মাগরিব হতে নগরীর রাহাত্তারপুল নূর বেগম জামে মসজিদে এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়।
আকবর আলী আকাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া। এতে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ শফিউল আলম ও মাওলানা মুহাম্মদ এরশাদুল হক ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুতোয়াল্লি আলহাজ্ব মুহাম্মদ হারুন,মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন,মাওলানা মুহাম্মদ জাহেদ,আলহাজ্ব মুহাম্মদ হাসান, আলহাজ্ব মুহাম্মদ শহীদুল্লাহ, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ সিরাজ প্রমুখ।
মাহফিলে বক্তারা বলেন, দেশের মোট জনগোষ্ঠীর বৃহদাংশই হচ্ছে যুব সমাজ। আর তাদেরকে যদি আধ্যাত্মিক শিক্ষার আলোয় পরিশীলিত জীবনযাপনে উজ্জীবিত ও উন্নত নৈতিকতা সম্পন্ন মানুষ হিসাবে গড়ে তোলা যায়, তবে সমাজে আর থাকবে না কোন হিংসা-বিদ্বেষ, হানাহানি, ঘুষ ও দুর্নীতি। বর্তমানে সামাজিক নিরাপত্তা ও শান্তি ফিরিয়ে আনতে এই আলোকিত যুব সমাজই আজ বেশি প্রয়োজন। আর আলোকিত যুব সমাজ গড়তে মুনিরীয়া যুব তবলীগ কমিটির প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে।
পরিশেষে দেশ-জাতির উন্নতি-অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মিলাদ-কিয়াম শেষে মোনাজাত করা হয়।