amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৫ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ইবি বুননের নবীনবরণ অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি:
জুলাই ১৫, ২০২৩ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন বুননের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এসময় নবীনদের মিষ্টিমুখে বরণ করা হয়।

বুধবার (১২ জুলাই) দুপুর ৩ টার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

সংগঠনটির আল্পনা বিষয়ক সম্পাদক সাদিয়া আহমেদ মিম এবং কোষাধ্যক্ষ ফয়সাল আহমেদ নয়নের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা শাখিয়া সুলতানা, সাধারণ সম্পাদক শফিকুল ভূইয়া আকাশ, সহ-সভাপতি বসু দেব, দপ্তর সম্পাদক নাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার শাওন। এছাড়াও সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় বুননের সভাপতি সৈয়দা শাখিয়া সুলতানা বলেন, বুনন শুধু একটি সংগঠন না এটি একটি পরিবার। এটি আমাদের শুধুমাত্র একটা পরিবার দেয় না এখান থেকে যখন আমরা বের হয়ে যাবো তখন আমরা দেখতে পাবো যে আমাদের অজান্তেই অনেক কিছু অর্জন করে ফেলেছি। তাই নিজেদেরকে এমন ভাবে গড়ে তুলো বা নিজেদের মধ্যে ইউনিটিটা এমন ভাবে গড়ে তুলো যেনো এখান থেকে একটা অর্জন নিয়ে বের হতে পারো যেটি শুধু নিজেরই থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।