amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৯ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলে গানের আসরে হামলা, নিহত বেড়ে ৭০০

আন্তর্জাতিক ডেস্ক:
অক্টোবর ৯, ২০২৩ ১১:২২ পূর্বাহ্ণ
Link Copied!

ইসরায়েলে একটি গানের আসরে হামলা চালিয়েছে হামাস। এ ঘটনায় অন্তত ২৫০ জন নিহত হয়েছেন। এ নিয়ে ইসরায়েলে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০০ জনে। খবর রয়টার্স’র।

শনিবার (৭ অক্টোবর) রাতে দক্ষিণ ইসরায়েলে আরিক নানি নামের এক ইহুদি নাগরিকের জন্মদিনের নাচের পার্টি চলছিল। কিন্তু এ সময় ক্ষেপণাস্ত্রের গর্জনে এবং হামাসের বন্দুকধারীরা অতর্কিত হামলা চালালে মুহূর্তেই গানের আসর ধ্বংসযজ্ঞে পরিণত হয়।

এ ব্যাপারে আরিক নানি বলেন, আমি সব দিক থেকে গুলির শব্দ শুনছিলাম, হামলাকারীরা উভয় দিক থেকে আমাদের দিকে গুলি চালাচ্ছিল। প্রাণ ভয়ে সবাই দৌড়াচ্ছিল এবং কী করতে হবে বুঝতে পারছিল না।

গানের আসরে অতর্কিত হামলায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সেনাবাহিনী। অপরদিকে, গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় ৪ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে দেশটিতে অবস্থানরত এক জার্মান নারীর দাবি, উৎসবে যোগ দেয়ায় তার মেয়েকে হামাস যোদ্ধারা অপহরণ করে নিয়ে গেছে। আরও কয়েকটি দেশের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের বেশ কয়েকজন নাগরিক এই হামলার শিকার হয়েছেন।

#রকেট চারপাশে বিস্ফোরিত হওয়ার সাথে সাথে আতঙ্কিত লোকজন পার্টি ছেড়ে পালানোর চেষ্টা করছে । ছবি: রয়টার্স।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।