সিলেটের কানাইঘাট উপজেলার আমিরাত প্রবাসীদের সংগঠন কানাইঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুবাইয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী আনিসুর রহমান। সংগঠনের সেক্রেটারি আব্দুল লাতিফের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের দ্বিতীয় সচিব মানিক রঞ্জন বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন বদরুল ইসলাম চৌধুরী সিআইপি, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট সাংবাদিক ও পিএইচডি গবেষক এহসানুল হক জসীম।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন সুহেল আহমেদ। অনুষ্ঠানে নাশিদ পরিবেশন করেন শিল্পী আবু সুফিয়ান মাহি।
অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা মাওলানা সিদ্দিকুর রহমান, এবাদুর রাহমান, আলমগীর সুলাইমান সেলিম, জুনাইদ আহমদ, আব্দুস সামাদ শামীম, মখলিছুর রাহমান, সাইফুল আলম, এখলাছুর রাহমান, হেলাল উদ্দিন, মছরুর আহমদ, আহমদ জামিল চৌধুরী, মোহাম্মদ জামিল, তাজ উদ্দীন, ফয়জুর রহমান শামীম, জাহিদ আহমদ ও হেলাল আহমদ এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা হামজা হেলাল, বাবুল রানা, নুরে আলম সিদ্দিকী জুয়েল, হারুন রশিদসহ সংগঠনের নেতৃবৃন্দ।
কানাইঘাট উপজেলার বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমে সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে বক্তারা তাদের বক্তব্য এমনটা জানিয়েছেন।