amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

গাউসুলআজম মাইজভাণ্ডারী’র ওরশ শরীফের আনুষ্ঠানিকতা শুরু

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৩, ২০২৫ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

গাউসুল মাইজভাণ্ডারী মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.)’র ১১৯ তম মাইজভাণ্ডার ওরশ শরীফ মহান ১০ মাঘ মোতাবেক ২৪ জানুআরি শুক্রবার গাউসুলআজম মাইজভাণ্ডারী’র একক উত্তরাধিকারী পৌত্র অছিয়ে গাউসুলআজম মাইজভাণ্ডারী কর্তৃক ১৯৫৬ ইংরেজি সনে মনোনীত আমিরুল মোন্তাজেমীনে দরবার ও ১৯৬৯ ইংরেজি সনে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর মনোনীত সভাপতি শাহসুফি সৈয়দ মুনিরুল হক মাইজভাণ্ডারী’র স্থলাভিষিক্ত জিম্মাদার আওলাদ যথাক্রমে শাহসুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী ও শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন মাইজভাণ্ডারী’র আয়োজনে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলে মহাসমারোহে অনুষ্ঠিত হবে।এই উপলক্ষ্যে ১লা মাঘ থেকে দশদিন ব্যাপী গাউসুলআজম মাইজভাণ্ডারীর তরিকা ও আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পর্ষদ, চট্রগ্রাম জেলা সমন্বয় কমিটি ও বিভিন্ন শাখা এবং দায়রার উদ্যোগে ব্যাপক কর্মসূচী সম্পন্ন হয়।

সর্বশেষ দুইদিনব্যাপী মূলপর্বের আনুষ্ঠানিকতায় ৯ মাঘ সকাল ১১টায় গাউসুলআজম মাইজভাণ্ডারীর রওজা শরীফে মহামান্য আওলাদে গাউসুলআজম শাহসুফি সৈয়দ আহমদ হেসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী ও শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারীর উপস্থিতিতে মিলাদে নববী, তাওয়াল্লোদে গাউছিয়া ও মুনাজাতের মাধ্যমে ওরশ শরীফের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
১০ মাঘ দিনব্যাপী খতমে কোরআন, খতমে গাউছিয়া মাইজভাণ্ডারীয়া, জিকির আজকার শেষে রাত ১১টায় মিলাদ ও মুনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়ার মাধ্যমে এই মহান কর্মযজ্ঞের পরিসমাপ্তি হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।