amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

আজগর সালেহী
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ১২:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী ওলামা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) নগরীর নাছিমন ভবন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও রাষ্ট্রদূত, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য জনাব গোলাম আকবর খোন্দকার।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শাহ মোহাম্মদ নেছরুল হক।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ কাজি সেলিম রেজা।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় সদস্য সচিব এডভোকেট কাজি মাওলানা মোহাম্মদ আবুল হোসেন।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা জমির উদ্দিন বিন নূরী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আলহাজ্ব হাফেজ মাওলানা জয়নাল আবেদীন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বৈরাচারী আওয়ামী লীগের বাকশাল বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন।

তিনি বলেন, জিয়ার শাসনামলে দেশের আলেম-ওলামারা যথাযথ সম্মান পেয়েছিলেন এবং তৎকালীন শীর্ষ ওলামায়ে কেরামের সঙ্গে তার সুসম্পর্ক ছিল।
তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আলেম-ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব ছালাউদ্দীন, অধ্যাপক ইউনুচ চৌধুরী, মোঃ নুরুল আমিন, নুর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত, কাজী মোঃ সালাউদ্দীন, এডভোকেট আবু তাহের, অধ্যাপক জসিম উদ্দীন চৌধুরী, মোজাম্মেল হক চৌধুরী, রফিক উল্লাহ হামিদী, নুরুল আবছার আনচারী, মাওলানা ইউসুফ, হাফেজ আবদুল্লাহ, কাজী ফয়েজুল্লাহ, সিরাজুল ইসলাম, নুরুল আফসার আনচারী, শহিদুল্লাহ চিশতী, এইচ এম জয়নাল, মাওলানা মুজিব, সাংবাদিক মাওলানা আসগর সালেহী ও মাওলানা জাবের।

সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, ওলামা সমাজের ভূমিকা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।