amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চবিতে কোটা বাতিলের দাবি নিয়ে শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের কর্মসূচি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জানুয়ারি ৯, ২০২৫ ৩:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

সকল অযৌক্তিক কোটা বাতিল ও জুলাই আন্দোলনে হত্যাকারীদের বিচারসহ  ৯ দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬ শিক্ষার্থী।

বুধবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ওই শিক্ষার্থীরা অনশনে বসেন। পাশাপাশি একই দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলমান রয়েছে

এর আগে গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) সকল অযৌক্তিক কোটা বাতিল ও জুলাই আন্দোলনে হত্যাকারীদের বিচারসহ ৯ দফা দাবিতে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয় আন্দোলনকারীরা

জুলাই আন্দোলনে চোখ হারানো চবি শিক্ষার্থী ‘শুভ’ অসুস্থতার ঝুঁকি থাকা সত্ত্বেও ওষুধ না খেয়ে এখনো অনশন চালিয়ে যাচ্ছেন।

অনশনকারী ইতিহাস বিভাগের শিক্ষার্থী রশিদ দিনার  বলেন, জুলাইয়ের পর যেখানে কোটার কোনো অস্তিত্ব থাকার কথা না সেখানে আমাদের আন্দোলন করতে হচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসতেছি। কিন্তু তারা নানান অজুহাতে পোষ্য কোটার রাখার পক্ষে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে আমরা মনে করতেছি। আমরা ইতোমধ্যেই আলটিমেটাম দিয়েছি কিন্তু প্রশাসন আমাদের সাথে কোন যোগাযোগ করেনি। তাই আমরা অনশনে বসেছি। যতক্ষণ পর্যন্ত প্রশাসন পোষ্য কোটা বাতিল করবে না ততক্ষণ পর্যন্ত আমরা আছি।

পরে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য একাডেমিক অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, যারা আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে, তাদের বিরুদ্ধে সকল প্রকার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জুলাই গণ-অভ্যুত্থান সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারীরা এমন কেউ যদি পড়াশোনা শেষ করে চলেও যায়, তবুও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেমন সার্টিফিকেট দিতে পারে, তেমনি আবার সার্টিফিকেট বাতিলও করতে পারে। আমি কোন প্রকার কোটার পক্ষে নেই। আমরাও চাই যাতে কোন প্রকার কোটা না থাকে। তবে সমস্ত কিছুর একটা প্রক্রিয়া আছে। আমাদের তোমরা সময় দাও, আমরা সকল সমস্যার সমাধান করবো।

আন্দোলনের ৯ দফা দাবিগুলো হলো

১. ভর্তি পরীক্ষার আবেদন ফি ২০০ টাকা করতে হবে।

২. পোষ্য কোটাসহ সব ধরনের অযৌক্তিক কোটা বাতিল করতে হবে।

৩. বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবীমা চালু করতে হবে।

৪. শিক্ষার্থীদের আর্থিক অবস্থা, বাড়ির দূরত্ব এবং মেধার ভিত্তিতে বন্ধ হলগুলোতে আসন বরাদ্দ ও অতিদ্রুত নতুন দুইটি হল নির্মাণ করতে হবে এবং কটেজের শিক্ষার্থীদেরও হলের মেসে অন্তর্ভুক্ত করতে হবে।

৫. ক্যাম্পাসে ক্রিয়াশীল এক্সট্রা কারিকুলার সংগঠনসমূহকে অফিস বরাদ্দ দিতে হবে।

৬. অনতিবিলম্বে টিএসসি নির্মাণ করতে হবে।

৭. অতি দ্রুত চাকসু ও হল সংসদ নির্বাচন দিতে হবে।

৮. প্রত্যেক শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রদান ও অনলাইনে রেজাল্ট প্রকাশসহ যাবতীয় কর্মকাণ্ড অনলাইনভিত্তিক করতে হবে।

৯. সম্প্রতি ঘটে যাওয়া গুপ্তহামলার সুষ্ঠু বিচার এবং ক্যাম্পাসে ও শাটল ট্রেনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

অপরদিকে,  পোষ্য কোটা বাতিলের দাবিতে চবিতে চলমান শিক্ষার্থীদের অনশন কর্মসূচির মধ্যেই নতুন কর্মসূচি ঘোষণা দিলেন চবি কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। আগামীকাল ৯ জানুয়ারি, সকাল ০৯টায় পোষ্য কোটা বহালের দাবিতে কর্মকর্তা- কর্মচারীরা প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের কথা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।