amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

জবি আবৃত্তি সংসদের সভাপতি লগ্ন, সম্পাদক শিউলী আক্তার

জবি প্রতিনিধি
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আতিক মেসবাহ লগ্নকে সভাপতি ও শিউলী আক্তারকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

আতিক মেসবাহ লগ্ন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ও শিউলী আক্তার সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠিত হয়।

কমিটির সহ-সভাপতি হিসেবে সাজিয়া ইফফাত, বেনজির আহমেদ ও অমৃতা বিশ্বাস রিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক রেদুয়ান ইসলাম, অনামিকা গাইন ও আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ সাজিদা আনজুম, অর্থ সম্পাদক জুনায়েদ শেখ, কর্মশালা সম্পাদক ইয়াসমনি মাহমুদ, দপ্তর সম্পাদক আবিদুর হক রাহাত , প্রচার সম্পাদক মারুফা আক্তার লিজা, প্রকাশনা সম্পাদক ফয়সাল আকন্দ। সভায় উপস্থিত ছিলেন জবি আবৃত্তি সংসদের ব্যবস্থাপনা উপদেষ্টা ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম জুয়েল, সদ্য বিদায়ী সভাপতি এহসানুল হক রকিক ও সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলামসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।