amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ৫ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

জবি শিক্ষার্থীকে মেরে গুম করলো যুবদল নেতা।

জবি প্রতিনিধি
মার্চ ৫, ২০২৫ ৩:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

৩ রা মার্চ রাত ১০টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জবি শিক্ষার্থী ও স্থানীয় যুবদল নেতাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭ ব্যাচের শিক্ষার্থী কাওসার জানান, “রাস্তায় নরম কংক্রিটের ঢালাইয়ের উপর পা দেওয়াকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৮ ব্যাচের একজন শিক্ষার্থীর (সম্রাট) সাথে বাক -বিতন্ডার জেরে ঘটনার সুত্রপাত হয়। তিনি আরও বলেন, পরে আমরা এই খবর পেয়ে দ্রুত বিষয়টি মিমাংসা করার জন্য যাই। এক পর্যায়ে কথা কাটা-কাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। আমরা আনুমানিক ২০ জন শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলাম। পরে স্থানীয় ১০০ থেকে ১৫০ জন যুবদল কর্মীরা আমাদের উপর হামলা করে, সবাই আহত হয়ে পিছু হাটতে থাকি।এর মাঝে দেখি পিছন থেকে ১৯ ব্যাচের আমার জুনিয়র আল মামুন আর একজন কে ৫০/৬০ জন মিলে মারতেছে। মামুন কোনোমতে পালিয়ে আসলেও ১৯ ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থীকে ( হাসিব) ওরা আটকে ফেলে, ওর অবস্থা এখনো জানি না।”

এই রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৩:৫৫ মি:) এখনো হাসিবকে পাওয়া যায়নি।
এদিকে জানা যায় ওই যুবদল নেতার নাম শহিদুল হক শহীদ। তিনি ওয়ারী থানার ৩৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ও নবাবপুর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক। ঘটনার পরে শিক্ষার্থীসহ পুলিশ ও র‍্যাব তার বাসায় অভিযান চালিয়েও তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি।

রাশেদুজ্জামান (রাশেদ),জবি প্রতিনিধি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।