amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২৫ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ডেকে নিয়ে বন্ধু কে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২৩ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

যাকে বিয়ের জন্য নারী থেকে পুরুষ হলেন তাকেই পুড়িয়ে হত্যা। ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর চেন্নাইয়ে ঘটেছে মর্মান্তিক এই ঘটনা। এক ২৪ বছর বয়সী তরুণীকে তার জন্মদিনের আগের দিন খুন করা হয়েছে। খুনের অভিযোগ উঠেছে তারই এক সহকর্মী ও বন্ধুর বিরুদ্ধে। যিনি তাকে বিয়ে করার জন্য লিঙ্গ পরিবর্তন করে নারী থেকে পুরুষ হয়েছিলেন। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন মতে, ২৪ বছর বয়সী ওই তরুণীর নাম আর নন্দিনী। পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী। তামিলনাড়ুর রাজধানী শহর চেন্নাইয়ে একটি তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি করতেন। আর ঘাতকের নাম ভেট্রিমারান। বয়স ২৬ বছর।

সম্প্রতি লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে নারী থেকে পুরুষ হন ভেট্রিমারান। নারী থাকা অবস্থায় তার নাম ছিল পাণ্ডি মাহেশ্বরী। পুরুষ হওয়ার পর নাম রাখেন ভেট্রিমারান। পাণ্ডি মাহেশ্বরী নন্দিনীর সঙ্গে মাদুরাইয়ে একটি স্কুলে পড়তেন। সেই থেকে দুজন বন্ধু। এরপর তারা একই প্রতিষ্ঠানে চাকরি করতেন।

প্রতিবেদন মতে, নন্দিনীকে বিয়ে করতে চেয়েছিলেন ভেট্রিমারান। এজন্যই নারী থেকে পুরুষ হন। কিন্তু যাকে বিয়ে করার জন্য এত কাণ্ড সেই বান্ধবীকেই পুড়িয়ে হত্যা করেছেন তিনি, এমনটাই অভিযোগ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন মতে, ভেট্রিমারান ঠান্ডা মাথায় নন্দিনীকে অত্যাচার করে মারার পরিকল্পনা করেন। তিনি নন্দিনীকে জন্মদিনে ‘সারপ্রাইজ’ দেবেন বলে প্রথমে নন্দিনীর চোখ বেঁধে ফেলেন। তাকে ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করেন এবং এরপর পুড়িয়ে হত্যা করেন।

পুলিশ জানিয়েছে, বহুদিন ধরে তারা ভালো বন্ধু ছিল। তারা চেন্নাইতে একসঙ্গে থাকতেন। তারা একই আইটি ফার্মে চাকরি নেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে প্রাথমিক তদন্তে একটি বিষয় জানা গেছে। সম্প্রতি ভেট্রিমারান লিঙ্গ পরিবর্তন করার অপারেশন করেন। এটা জেনেও নন্দিনী তার সঙ্গে বন্ধুত্ব চালিয়ে যান।

পুলিশ মনে করছে, ভেট্রিমারান সম্ভবত সম্প্রতি জানতে পারে যে নন্দিনী অন্য কারো সাথে সম্পর্কের জন্য আগ্রহী। সেটি জানতে পেরেই নন্দিনীকে খুন করে ভেট্রিমারান। এমনই অনুমান পুলিশের।

সম্প্রতি হত্যার ঘটনা ঘটে চেন্নাইয়ের দক্ষিণের একটি উপশহর কেলামবাক্কানের কাছেই থালামবুরে। স্থানীয়েরা দেখতে পান হাত-পা বাঁধা অবস্থায় পুড়ছেন নন্দিনী। হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি। অভিযুক্ত ভেট্রিমারানকে গ্রেফতার করে হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।