আজ ২৫শে অক্টোবর শুরু হলো সাভারে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ তথা নিটারের নতুন বর্ষের শিক্ষার্থীদের ক্লাস।
১৬ ই জুন অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট এর ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষা।পরীক্ষার প্রায় ১৪ হাজার ২৪২ জন ভর্তিচ্ছু অংশগ্রহন করে। পাশকৃত শিক্ষার্থীদের মধ্যে জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট – নিটার এ ভর্তি হয়েছি মোট ৬৩৩ জন শিক্ষার্থী। পাশাপাশি পূর্ববর্তী শিক্ষাবর্ষ হতে ২০ জন রি-এডমিশন নিয়েছে৷
১. টেক্সটাইল ডিপার্টমেন্ট : ২৮৮ জন + (রি-এডমিশন-০৭)
২. সিএসই ডিপার্টমেন্ট : ১২০ জন + (রি-এডমিশন-০৪)
৩. আইপিই ডিপার্টমেন্ট : ১৪০ জন + (রি-এডমিশন-০৮)
৪. ইইই ডিপার্টমেন্ট : ৫৯ জন + (রি-এডমিশন-০১)
৫. এফডিএই ডিপার্টমেন্ট : ২৬ জন
গত ১৬ ই অক্টোবর সুষ্ঠ ও আনন্দময় পরিবেশ এ অনুষ্ঠিত হয় ওরিয়েন্টেশন প্রোগ্রাম।
ওরিয়েন্টেশন প্রোগ্রাম এ বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের জন্য মূল্যবান ব্যক্তব্য পেশ করেন। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মেধা বৃদ্ধির সহ চাকরী ক্ষেএ নিয়ে কথা বলেন।
নবীন শিক্ষার্থীরা নিটার ক্যাম্পাস দেখে জানায় তারা নিটারে ভর্তি হতে পেরে খুব খুশি। এতো প্রাকৃতিক ও মনোমুগ্ধকর পরিবেশ এ পড়াশোনা করা তাদের কল্পনা ছিল মাএ যা এখন বাস্তবে রুপ নিল। পূজোর বন্ধর পর শুরু হয়ে গেল তাদের ক্লাস। তারা খুব ই মনোযোগ দিয়ে ক্লাস করেছে এবং শিক্ষক দের ব্যবহার এ মুগ্ধ হয়েছে।