amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

“নিটার সংস্করণের দাবিতে এডমিন ও শিক্ষার্থীরা মুখোমুখি”

মো. রুবায়েত রশীদ
সেপ্টেম্বর ১, ২০২৪ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানপ্রকল্প প্রতিষ্ঠান এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস্ এসোসিয়েশন (বিটিএমএ) কর্তৃক পরিচালিত। আজ ১লা সেপ্টেম্বর, ২০২৪ রোজ রবিবার দীর্ঘদিন ধরে নিটার পরিচালনার নামে হয়ে আসা হেয়ালিপনার জের ধরে নিটারের সাধারণ শিক্ষার্থীরা তাদের দাবিগুলো উত্থাপন করেন।

নিটারের প্রশসানিক ভবনের সামনে বিকেল তিন ঘটিকায় সাধারণ শিক্ষার্থীরা নিটার সংস্করণের দাবি নিয়ে জমায়েত হয়। সাধারণ শিক্ষার্থীরা একে একে তাদের দাবিগুলো উত্থাপন করেন এবং নিটারের পরিচালক জনাব ড. মো: জোনায়েবুর রশীদ শিক্ষার্থীদের প্রশ্নগুলোর প্রত্তুত্যর দেন। তিনি শিক্ষার্থীদের কাছে বারংবার সময় চাইতে থাকেন। অন্যদিকে বিগত সময়ে সমাধানের কথা বলে বিলম্বের কারণে শিক্ষার্থীরা তাৎক্ষণিক সমাধান চাইতে থাকেন।

বিটিএমসির উপদেষ্টা শিক্ষার্থীদের সাথে তিনদিনের মধ্যে বসবেন বলে আশ্বস্ত করলেও শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানায়। পরবর্তীতে এক পর্যায়ে বিকাল পাঁচটা নিটারের পরিচালক সাধারণ শিক্ষার্থীদের কাছে এক ঘন্টা সময় চেয়ে নেন। বিকাল ছয়টা পার হওয়ার পরেও নিটারের পরিচালক, প্রক্টর কমিটির সদস্য ও লেকচারার, প্রফেসরগণ কনফারেন্স থেকে বের না হলে শিক্ষার্থীদের কন্ঠে ভেসে আসে, “এক ঘন্টা কম্প্লিট, এক দফা এক দাবি” ইত্যাদি স্লোগান।

নিটারের বর্তমানে শিক্ষারত সকল সাধারণ শিক্ষার্থী তাৎক্ষণিক সমাধানের অপেক্ষায় এখনো প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।