নিটার সাংবাদিক সমিতির (NITER Journalists’ Association) কার্যনির্বাহি কমিটির ঘটন করা হয়েছে। এই কমিটিতে নিটারের প্রতিভাবান ও সক্রিয় শিক্ষার্থীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মনোনীত হয়েছেন।
সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. রুবায়েত রশীদ এবং সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নবনীতা ঘোষ স্বপ্নীল। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন লাবিবা সালওয়া ইসলাম।
এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা মনোনীত হয়েছেন তারা হলেন মিঠুন চন্দ্র দাস মিঠুন (সাংগঠনিক সম্পাদক), মোবাস্বির রফিক(সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক), সিফার হাইদার শিবিব ( দপ্তর সম্পাদক), জান্নাত আনাম জেসি (যুগ্ম দপ্তর সম্পাদক), সাব্রিন ইমন (যুগ্ম সাংগঠনিক সম্পাদক), নাফিস ইরাম (কোষাধ্যক্ষ), আরাফাত কাদির মাহিন (প্রচার ও প্রকাশনা সম্পাদক), শামীমাতুস সাবাহ মুগ্ধ (সহঃ প্রচার ও প্রকাশনা সম্পাদক)।
এছাড়া সাংগঠনিক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন এম এম মোহতাসিম শাহরিয়ার, অপরাজিতা অর্পা, লতিফুর রহমান লিহাদ এবং আবিদা সুলতানা এশা।
কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সামিহা জান্নাত, দিপিতা, আঙ্কিতা পোদ্দার তিথি এবং আফরোজা আলম তানি।
নিটারের সাংবাদিক সমিতির সভাপতি মো. রুবায়েত রশীদ বলেন, “এই কমিটি নিটারের গৌরবময় ঐতিহ্যকে ধরে রাখার পাশাপাশি, ক্যাম্পাসের বিভিন্ন বিষয়কে আরও গুরুত্ব দিয়ে তুলে ধরার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”
নতুন কার্যনির্বাহী কমিটি নিটারের সাংবাদিকতার মান উন্নয়নে, শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা-ভাবনার বিকাশে এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।