নতুন কার্যকরী পরিষদ গঠন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নীলফামারী স্টুডেন্টস এসোসিয়েশন অব আরইউবি। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী বুলবুল আদম শাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের ৪র্থ শিক্ষার্থী নিশাত তাসনিম লামিয়া।
এছাড়া ট্রেজারার হিসেবে আয়েশা সিদ্দিকা, সাংগঠনিক সম্পাদক হিসেবে স্বপন মিয়া, ক্রীড়া সম্পাদক হিসেবে মোঃ আহসানুল হাবিব এবং অর্থ সম্পাদক হিসেবে অংকন রায় দায়িত্ব পালন করবেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মুহতাছিম ফুয়াদ এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ গোলাম সাব্বির সাইফের অনুমোদনক্রমে ৬ সদস্য বিশিষ্ট এই কমিটি প্রকাশিত হয়।
কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নীলফামারী জেলার শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে সকলের সাথে সমন্বয় করে কাজ করবেন বলে জানিয়েছেন