কুমিল্লা,ফেনী,নোয়াখালী,লক্ষ্মীপুর যখন বন্যার পানিতে ভাসছে। ঠিক সেই সময় অতিবৃষ্টি এবং বন্যার পানির চাপে ভেসে গেছে এই জেলাগুলোর বেশিরভাগ উপজেলা,ইউনিয়ন,এবং গ্রামগুলো।
ফেনী,নোয়াখালী,লক্ষ্মীপুরের মত তেমন ভয়াবহ বন্যা দেখা না গেলেও জলাবদ্ধতার কারণে গ্রামের প্রায় বেশির ভাগ মানুষ-ই পড়েছেন বিপাকে।
মধ্যবিত্ত,নিম্ন মধ্যবিত্ত মানুষ এই জলাবদ্ধতার কারণে হয়েছেন ঘরবন্দী। আর তাই প্রিয় রামনগর গ্রাম_পিআরজি গ্রুপের একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী উদ্যোগ নিয়েছেন সেই মানুষগুলোর পাশে দাঁড়ানোর।
তারই ধারাবাহিকতা আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় পিআরজি গ্রুপ রামগঞ্জ উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের কিছু সংখ্যক বন্যার্ত ও অসহায় মানুষকে ত্রাণ সামগ্রী প্রদান করেন।
প্রিয় রামনগর গ্রাম পিআরজি গ্রুপের সিনিয়র এডমিন ইসমাইল হোসেন সোহাগের পরিচালনায় অত্র ওয়ার্ডে ত্রাণ গুলো বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক শাখাওয়াত হোসেন হৃদয়, ইকবাল হোসেন রিয়াজ, আহমেদ তামিম রাজ সহ সংগঠনের সদস্যবৃন্দ।
দেশে ও প্রবাসে থাকা পিআরজি গ্রুপের সকল এডমিন, মডারেটর ও সদস্যদের সহযোগিতায় প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করা হয়।
পিআরজি গ্রুপের প্রতিষ্ঠাকালীন এডমিন তারেক আকবর হান্নান গাজী এবং নাসির উদ্দিন পরিস্থিতি বিবেচনা করে আমাদের মানবিক কার্যক্রম সবসময় চলমান থাকবে বলে জানিয়েছেন। সেই সাথে তারা যারা এই মানবিক কাজে অর্থ ও শ্রম দিয়ে সাথে ছিলেন তাদের জন্য দোয়া চেয়েছেন।