amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে নিয়ে অশ্লীল মন্তব্য করায় যুবক গ্রেফতার

মিন্টু ইসলাম
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল মন্তব্যকারী মোঃ হোসাইন ইসলাম হোসেন গ্রেফতার করেছে পুলিশ। বগুড়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল মন্তব্য করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপরাধে বগুড়া ডিবি ও সদর থানার যৌথ অভিযানে মোঃ হোসাইন ইসলাম হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত যুবক, বগুড়া সদর উপজেলার নামুজা কারিগড়পাড়া এলাকার মোঃ তসলিম উদ্দিন মেকারের ছেলে মোঃ হোসাইন ইসলাম হোসেন (২৬)। সে নামুজা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। এসব তথ্য নিশ্চিত করে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া সদর উপজেলার নামাজগড় এলাকা থেকে মোঃ হোসাইন ইসলাম হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য যে, গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নামুজা ইউনিয়নের ছোট টেংরা এলাকার নামুজা ইউনিয়ন শাখা ছাত্রলীগের অফিসে অবস্থানকালে হোসাইন ইসলাম হোসেন প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল মন্তব্য করে। এছাড়াও সে বিভিন্ন সময়ে সরকার ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন উস্কানিমূলক ও অশ্লীল মন্তব্য পোস্ট দিয়ে বিভিন্ন নেতাকর্মীদেরকে উত্তেজিত করে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির চেষ্টা করে আসছিল। এভাবে সে বিভিন্ন সামাজিক মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্নসহ মানহানি ঘটিয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে বগুড়ার নামুজা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসানের দায়ের করা মামলায় বগুড়া সদর ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবককে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।