amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫

ফটিকছড়িতে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৮:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

আসন্ন পবিত্র মাহে রমজান- ২০২৫ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে এবং সূর্যগিরি আশ্রমের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবছরও এলাকার অস্বচ্ছল লোকদের মাঝে ফটিকছড়ি উপজেলা অফিসে বিভিন্ন প্রকার পণ্যের সমন্বয়ে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত সোমবার টিটু চৌধুরী’র সভাপতিত্বে এবং লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য্যের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি ‘ক’ জোনের সাংগঠনিক সমন্বয়ক মাষ্টার কবির আহম্মদ। বক্তারা তাদের বক্তব্যে সূর্যগিরি আশ্রম শাখার প্রতি বছরের এই মহতী মানব কল্যাণধর্মী উদ্যোগের প্রশংসা করেন। মাইজভাণ্ডার গাউসিয়া হক মঞ্জিলের উত্তরসূরি রাহবারে আলম মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ)’র মানব কল্যাণমুখী বিভিন্ন কর্মকাণ্ডের মিশনের অংশ হিসাবে এই সংগঠন সবসময় সেবামূলক কাজ করে যাচ্ছে। এই মহান সংগঠনের মাধ্যমে এলাকা এবং এলাকার বাইরেও বিভিন্ন মানুষ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্নভাবে উপকৃত হচ্ছে। যা বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যান্ত গুরুত্বপূর্ণ। উক্ত মহতী অনুষ্ঠানে সূর্যগিরি আশ্রমের উপদেষ্টা পণ্ডিত তরুণ কুমার আচার্য্য, সহ-সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, রুবেল শীল, সাধারণ সম্পাদক ধীমান দাশ, যুগ্ম সম্পাদক কৃষ্ণ বৈদ্য, সহ সম্পদক সমীর কান্তি দাশ, দপ্তর সম্পাদক মানিক বড়ুয়া, সহ দপ্তর সম্পাদক ঝুমুর সর্দার, মহিলা সম্পাদিকা শিপ্রা বসু মল্লিক, রূপনা আচার্য্য, সুইটি আচার্য্য, লুনা বিশ্বাস, অগ্নিলা শর্মা, দ্বীপ শর্মা, রতন আচার্য্য, সোনারাম আচার্য্য, সুপ্লব দত্ত, মৃদুল দে সহ আরো গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।