amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে রাস্তা সংস্কারের মাটি ফেলা নিয়ে বৃদ্ধকে কুপিয়ে জখম, গ্রেপ্তার-১

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৮:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের ফটিকছড়িতে রাস্তা সংস্কারের সময় সামান্য মাটি পাশের জমিতে পড়াকে কেন্দ্র করে এক বৃদ্ধকে কুপিয়ে জখম ও লাঠিসোঁটা নিয়ে উপর্যুপরি মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। উপজেলার ভূজপুর ইউনিয়নের সিংহরিয়া গ্রামে গত শুক্রবার এই ঘটনা ঘটে।
আহত মো. জানে আলম (৫৪) বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ওই এলাকার মৃত নাদেরুজ্জামানের ছেলে।
ভূজপুর থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে জানে আলমের বাড়ির চলাচলের রাস্তাটি সংস্কার করা হচ্ছিল। এ সময় কিছু মাটি পাশের জমিতে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত সোলতান আহমদ (৫৬) ও তার ছেলে মো. সোয়েব (১৯) জানে আলমের ওপর চড়াও হন। তারা মাটি পড়ার কারণ জানতে চান। জানে আলম বিনয়ের সঙ্গে মাটি সরিয়ে নেওয়ার কথা বললেও, অভিযুক্তরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যান।
এ ঘটনায় আহতের বড় ভাই মনির আহমদ বাদী হয়ে সোলতান আহমদকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে সোয়েবকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
ভূজপুর থানার ওসি-তদন্ত মো. নুরুল আলম জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।