ঐতিহ্যবাহী ফটিকছড়ি ভূজপুরের সেবামূলক সংগঠন পূর্ব ভূজপুর মিরেরখীল প্রবাসী একতা সংঘের ২০২৫_২৬ সেশনের সেশনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছে দুবাই প্রবাসী তরুণ সমাজ সেবক মুহাম্মদ হারুন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দুবাই রাস আল খাইমা প্রবাসী এম এম আবু বকর হারুন।
শুক্রবার (এগারো এপ্রিল
৭১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা দেয়া হয়।
এ ব্যাপারে এ সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সংগঠক ও ব্যবসায়ী মানবিক ব্যক্তিত্ব মোঃ মোজাহের মিয়া বলেন- মানুষের কল্যাণে সেবা করার প্রত্যয়ে ২০২৩ সালে যাত্রা শুরু করে মিরেরখীল এলাকার প্রবাসীদের নিয়ে সংগঠন পূর্ব ভূজপুর মিরেরখীল প্রবাসী একতা সংঘ নামে।
ইতিমধ্যে মানবিক সব কাজ করে এ সংগঠনটি বেশ সুনাম অর্জন করেছে একইসাথে ফটিকছড়ি উপজেলার শ্রেষ্ঠ মানবিক সংগঠনের খ্যাত। বছরে ৩-৫ লাখ টাকা অনুদান দিয়ে আসছে এ সংগঠন। আগামীতেও আরো বৃহৎ আকারে কাজ করবে সংগঠনটি।
উল্লেখ্য যে, বছরব্যাপী এ সংগঠনের কর্মসূচীর মধ্যে রমজান মাসে ইফতার সামগ্রী, ঈদে ঈদ বস্ত্র , শীতে শীত বস্ত্র , বন্যার সময় জরুরী ত্রান সমাগ্রী বিতরণ সহ অসহায় অসুস্থ মানুষদের অনুদান, গৃহহীন মানুষের ঘর নির্মাণ অনুদান, , খাদ্য সামগ্রী বিতরণ সংগঠনের সাবেক সভাপতি জনাব এইচ এম ইউসুফ বলেন এই সংগঠনটি এলাকার গরিব অসহায় মেয়ের বিবাহ ও লেখাপড়া খরচ বাবদ বিভিন্ন অনুদান সহ অসহায় মানুষের বিপদে বন্ধুর ভূমিকা পালন করে আসছে এ সংগঠনটি।