দখলদার ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মুক্তিকামী ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার (১৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সম্মুখে বরিশাল – পটুয়াখালী মহাসড়কে সংহতি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে ফিলিস্তিনের পতাকা হাতে মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তারা।
সমাবেশে বক্তারা বলেন,জোরপূর্বক ১৯৪৮ সালে ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে ইসরায়েল নামে আরেক রাষ্ট্রের প্রতিষ্ঠা করা হয়েছে। বৈশ্বিক ইয়াহুদীবাদের আগ্রাসন নীতি অনুযায়ী ইসরায়েল সেখানে দখলদারিত্ব চালাচ্ছে। বছরের পর বছর যাবৎ ইসরাইলী সন্ত্রাসবাদের শিকার সাধারণ ফিলিস্তিনিরা। আমরা ১৯৭১ সালে কঠিন আত্মত্যাগের মাধ্যমে স্বাধীনতা লাভ করেছি। তাই ফিলিস্তিনি জনগণের আশা – আকাঙ্খা, আবেগ এবং অনুভূতির সঙ্গে পরিচিত।যেকারণে বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের পাশে আছে।
বক্তারা আরো বলেন, বছরের পর বছর ধরে নিজ দেশে পরবাসী জীবন পার করা ফিলিস্তিনিরা জেগে উঠতে শুরু করেছে। তারা মাতৃভূমির অধিকার প্রতিষ্ঠায় সশস্ত্র সংগ্রামে লিপ্ত। এখন সারা বিশ্বের উচিত ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানো। আমরা এই সমাবেশ থেকে বিশ্ববাসীর কাছে দাবি জানাই, তারা যুগ যুগ ধরে শোষণ – বঞ্চনার শিকার ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াক এবং ইসরায়েলের সন্ত্রাসবাদ কর্মকাণ্ডের লাগাম টেনে ধরুক। ফিলিস্তিনে যে নৃশংসতা চলছে তার দ্রুত সমাপ্তি না টানলে বিশ্ব এক মানবিক বিপর্যয়ের সাক্ষী হবে।
দর্শন বিভাগের শিক্ষার্থী নাসিম বিল্লাহর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন রসায়ন বিভাগের
আরিফ হোসেন, লোকপ্রশাসন বিভাগের মেহেদী হাসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আবু বকর সিদ্দিক সোয়েব, ব্যবস্থাপনা বিভাগের খাজা আহমেদ প্রমুখ।সমাবেশ শেষে ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদ, ক্যাফেটেরিয়া, কেন্দ্রীয় খেলার মাঠ ও ভিসি বাংলোর সামনে মিছিল করেন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। এর আগে গত ১২ই অক্টোবর ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ জানিয়েছিল বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।