amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫

বালুখালি খালের মুখ দখল সংকুচিত হচ্ছে খাল

মোহাম্মদ মহিউদ্দিন
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারীতে রাতের আঁধারে কৃষি জমির টপসয়েল কাটা হচ্ছে, ভরাট হচ্ছে জলাশয় কোথাও চলছে ছড়া দখল। যে যেভাবে পারছে কাজ চালিয়ে যাচ্ছে এ যেন মাটি কাটা, খাল, ছড়া দখলের মহোৎসব চলছে হাটহাজারীতে। উপজেলা প্রশাসন মাঝে মাঝে অভিযান চালিয়ে জরিমানা আদায় করলেও তাতে কোন সুফল আসছেনা। যে সব অভিযোগে নামেমাত্র জরিমানা নেয়া হচ্ছে তা মাটি খেকো কিংবা দখলবাজদের একদিনের উপার্জন। তাদের বিরুদ্ধে প্রশাসন সর্বোচ্চ শাস্তি আরোপ করলেই অপরাধীরা দমতে পারেন বলে মন্তব্য করেন সচেতন মহল।

উপজেলার ফতেপুর ইউনিয়নস্থ ইসলামিয়াহাট বাদামতল এলাকার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ব্রিজের নিচ দিয়ে বয়ে যাওয়া বালুখালি খালের মুখটিও দখলে দেদারসে কাজ চলছে। হাটহাজারী থেকে নগরে যেতে হাতের বাম পাশের খালটির উত্তর পাশের পাড় মাটি ও তা টেকসই করতে সপ্তাহ ধরে চলছে গাছের খুঁটি (বল্লি) স্থাপনের কাজ। বল্লি পুঁততে ব্যবহার করা হচ্ছে ইলেকট্রিক মেশিন। এ যেন ভবন করতে পাইলিং করা হচ্ছে। এলাকার খোকন সরদার কাজটি করছেন বলে জানা গেছে। তবে খালের জায়গা দখল নয় সম্পূর্ণ নিজের মালিকানা জায়গায় কাজ করছেন জানিয়ে গণমাধ্যমকে বলেন, জায়গাটি জঙ্গলে ভরপুর ছিল। পরিস্কার করে ভাঙ্গন রোধে গাছের খুঁটি দিয়ে রক্ষার কাজ চলছে। তিনি বলেন, অপর পাশেই খাল দখল করে একটি কমিউনিটি সেন্টার হয়েছে সেটা কি কারো চোখে পড়েনি।

তবে এলাকাবাসীর বক্তব্য খালটির প্রশস্ততা দিন দিন হৃাস পাচ্ছে। বিশ থেকে পঁচিশ ফুটের খালের মুখ এখন পাঁচ ছয় ফুটে নেমেছে। কৃষক ও এলাকার জলাবদ্ধতা নিয়ে সম্প্রতি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে বিএডিসি খালটি খননের উদ্যোগ নেন।

খুব শিগগির খালের শেষাংশ থেকে খননের কাজ শুরু হবে। এতে যেমন এলাকার জলাবদ্ধতা নিরসন হবে তেমনি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ইরি ধানের চাষাবাদ হবে। সামনে আসছে বর্ষা মৌসুম ঠিক এ মুহুর্তে দিনেরাতে খালের প্রধান মুখ সংকুচিত হলে এলাকাবাসীকে আবারো চরম দুর্ভোগে পড়তে হবে। এর আগেও খালটির বিভিন্ন অংশ যে যার মত দখল করে আছে। ইতিপূর্বেও দখলদারদের উচ্ছেদে কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি প্রশাসনকে। ফতেপুর ইউপি প্যানেল চেয়ারম্যান মো. মুছা জানান, বিকালেই পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান বলেন, সরকারি কিংবা মালিকানা খালের মুখ সংকোচন করা যাবেনা। পরিদর্শন করে ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।