প্রেস বিজ্ঞপ্তি
ফটিকছড়ি উপজেলাধীন সকল বৌদ্ধদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, ফটিকছড়ি
উপজেলাধীন বৌদ্ধদের একমাত্র সংগঠন ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজ ২০২৪-
২০২৭ গঠিত হওয়ার পর থেকে বৌদ্ধদের প্রধান উৎসব শুভ বুদ্ধ জয়ন্তী উদযাপন, বন্যায়
ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও ঢেউটিন বিতরন, বিভিন্ন বিহারের আর্থিক অনুদান ও
শিক্ষাবৃত্তি প্রদান সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। ইতিমধ্যে
সংগঠনের বিভিন্ন কার্যক্রম পরিচালনার সুবিধার্থে ফটিকছড়ি সদরে ঝাকজমকপূর্ণ আয়োজনের
মাধ্যমে সংগঠনের অফিস উদ্বোধন করা হয়। সম্প্রতি পরিলক্ষিত হয় যে, বিগত কমিটির কতিপয়
ব্যক্তির যোগসাজোশে অত্র সংগঠেনর ভাবমূর্তি ও উন্নয়নমুখী কর্মকান্ডকে বাধাগ্রস্থ করার
লক্ষ্যেসংগঠনের নাম,লঘু ব্যবহার করে আহবায়ক কমিটি গঠন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার
জন্য প্রতিনিয়ত বিভিন্ন অপতৎপড়তায় লিপ্ত রয়েছে। যাহা বৌদ্ধ সমাজের ঐক্য বিনষ্ট এবং
সংগঠনের ভাবমূর্তি ক্ষুনার্থে একটি অসনি সংকেত। এমতাবস্তায় ফটিকছড়ি উপজেলা সম্মিলিত
বৌদ্ধ সমাজ কার্যকরী কমিটির সকল কর্মকর্তাবৃন্দ সহ ফটিকছড়ির সকল বৌদ্ধ জনসাধারণকে
নিজ নিজ অবস্থান থেকে সজাগ দৃষ্টি রাখার বিনীত আহবান জানাচ্ছি।
নিবেদক:
সভাপতি ও সম্পাদক।