ময়মনসিংহের ভালুকায় চাঁদাবাজ,সন্ত্রাসী,মাদক ব্যবসায়ীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
০৯মে (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার ভরাডোবা ইউনিয়নের পুরুড়া নারঙ্গীপাড়া এলাকায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা স্থানীয় শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু ইসমাইল হোসেন ও তাইজউদ্দিন বাহিনী কর্তৃক বিভিন্নভাবে নির্যাতনের শিকার ও বসতবাড়িতে হামলার অভিযোগ করেন।
এ সময় বক্তারা ইসমাইল হোসেন ও তাইজ উদ্দিন সহ সন্ত্রাসী বাহিনীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।