ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খুন জখমের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
থানায় করা অভিযোগ সূত্রে জানাযায়, শুক্রবার সকালে উপজেলার আওলিয়ারচালা এলাকায় আশরাফ আলীর ছেলে জুয়েল মিয়া তার জমিতে রূপিত ৩০টি ফলজ ও কাঠের গাছ কাটিয়া নিয়ে যাওয়ার সময় একই এলাকার মৃত সমসের আলীর দুই ছেলে তালেব আলী কান্দু (৫৫) ও মালেক মিয়া (৫৭), তালেব আলী কান্দুর ছেলে শরিফ মিয়া (১৮) মিলে বাঁধা নিষেধ করে। এসময় জুয়েল মিয়াকে উল্লেখিত ব্যাক্তিরা গাছ নিলে খুন জখমের হুমকি দেয়।
ঘটনার বিষয়ে অভিযোক্তারা বলেন, তারা উভয় পক্ষ ওই জমির ওয়ারিশ সূত্রে মালিক। তাদের দাবি জুয়েল জমির ফয়সালা না করেই জমির গাছ কেটে নিচ্ছে। বাঁধা নিষেধ করলে উল্টো থানায় অভিযোগ করে তাদের হয়রানি করছে।
এ ঘটনায় ভালুকা মডেল থানার এএসআই হারুন জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়েছেন তিনি। সেখানে এলাকার বেশির ভাগ গণ্যমান্য ব্যাক্তিরা বলেছেন গাছ গুলো জুয়েল মিয়া রোপন করছে। তবে দুই পক্ষকে ডেকে কাগজপত্র যাচাই করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।
মোঃ শাহিদুজ্জামান সবুজ
ভালুকা প্রতিনিধি
ভালুকা, ময়মনসিংহ।
মোবাইল : ০১৭৩১-৩১০ ২৩৩