amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় পূর্ব বিরোধের জেরে হামলায় কৃষকদল নেতা আহত

আবিদ হাসান, ময়মনসিংহ ব্যুরো
মার্চ ২০, ২০২৫ ৫:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন কৃষকদল নেতা নেওয়াজ আলী(৫০) আহত হয়েছেন।

রবিবার (১৬ ই মার্চ) উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের দৌলা বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত কৃষকদর নেতা নেওয়াজ আলীর মেয়ের জামাই বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, আহত কৃষকদলনেতা নেওয়াজ আলীর সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘ দিন যাবত বিরোধ চলছিলো। তারই জেরে বরিবার বিকেলে ডাকাতিয়া ইউনিয়নের দৌলার বাজার এলাকায় নেওয়াজ আলী(৫০)কে একা পেয়ে মোঃ আলতা মিয়া(৫০), ময়নাল আহমেদ(৪৫) ডাকাতিয়া ইউনিয়ন কৃষকদলের নেতা নেওয়াজ আলীকে হত্যার উদ্দেশ্য রড ও বাশেঁর লাঠি দিয়ে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে তার কাছে থাকা ডিম বিক্রির নগদ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

পরে এক পর্যায়ে আহত নেওয়াজ আলীর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে খুন জখমের হুমকি দিয়ে হামলাকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

ভালুকা মডেল থানার ওসি শামছুল হুদা খান জানান, এ ঘটনায় ভুক্তভোগীর একটি অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।