amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১১ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় পূর্ব শত্রুতার জেরে নটরডেম কলেজ ছাত্র কে ছুরিকাঘাত: থানায় অভিযোগ

Sadman Sakib, Crime Reporter
সেপ্টেম্বর ১১, ২০২৪ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় পূর্ব শত্রুতার জেরে নটরডেম কলেজ ছাত্র আরাফাত কে ছুরিকাঘাত করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে ভালুকা পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিলের বিরুদ্ধে।এ ঘটনায় আহত আরাফাতের বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে শাকিলসহ অজ্ঞাত কয়েকজনের নামে ভালুকা

মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ২ নং ওয়ার্ড ভান্ডাব ধাইড়াপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে আরাফাত নটরডেম কলেজ ময়মনসিংহ বিজ্ঞান বিভাগের ছাত্র।দীর্ঘদিন যাবত শাকিলের সাথে আরাফাতের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। তারই জের ধরে ঘটনার দিন মঙ্গলবার সকালে প্রতিদিনের ন্যায় বাড়িতে যাওয়ার পথে পাঁচ রাস্তা মোড়ে পথ রোধ করে আদি খান শাকিলের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র সহ আরাফাতের উপর হামলা করে এলোপাথাড়ি মারধর শুরু করে এক পর্যায়ে ছুড়ি দিয়ে পিঠের ডানপাশে আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।পরে স্থানীয়রা আহত আরাফাতকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায়  ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।