amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ৭ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় ২৫ লক্ষ টাকা মূল্যের ৪০০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক-০২

Link Copied!

ময়মনসিংহের  ভালুকায় শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালান কৃত ২৫ লক্ষ টাকা মূল্যের ২০ টন (৪০০ বস্তা) ভারতীয় চিনি জব্দ করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৭মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ভালুকা মডেল থানা পুলিশ। পুলিশ জানায় মঙ্গলবার (৭ মে) ভোরে ভালুকা পৌরসভার ৮ নং ওয়ার্ডে অবস্থিত এ আর ফিলিং স্টেশনের পূর্ব পাশে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এস আই হাসান উদ দৌলার নেতৃত্বে অভিযান চালিয়ে ৪০০ বস্তা ভারতীয় চিনি সহ একটি কাভার্ডভ্যান জব্দ করেন। এসময় কাভার্ডভ্যানের চালক ও সহকারী ২ জনকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলো কুমিল্লা জেলার দাউদকান্দির মৃত মনির হোসেনের ছেলে মোঃ আবিদ হোসেন (২৩) এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিয়ামত আলীর ছেলে আল আমীন (২৩)।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, চিনি চোরাচালানের ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটককৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।