amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ময়নামতি ইউনিয়নে জামায়াতে শাখা কার্যালয়ের উদ্বোধন

সাগর দেব নাথ
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার ময়নামতি শাখা কার্যালয় উদ্বোধন উদ্ধোধন করা হয়েছে।

(২০ ফ্রেবুয়ারি) বৃহষ্পতিবার সন্ধ্যা ৬ ঘটিকায় ইউনিয়নের সাহেবের বাজারস্থ নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে জামায়াতে ইসলামী আমির ময়নামতি শাখার সভাপতি মাওলানা নুরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বুড়িচং বি-পাড়া উন্নয়ন ফোরাম এর সভাপতি ও কুমিল্লা ৫ এর জামায়াত মনোনীত প্রার্থী ড. মোবারক হোসেন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন গোলাম আজম জুয়েল, মবিন খান, আকবর হোসেন কনু,আনোয়ার হোসেন সহ আরো অনেকে।

এ সময় প্রধান অতিথি মোবারক হোসেন বলেন, তৎকালীন আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে লগি-বৈঠার বর্বরোচিত হামলার মাধ্যমে জামায়াত শিবিরের নাম মুছে ফেলতে চেয়েছিলো এবং আমাদের নেতা কর্মীদের শুন্য করতে চেয়েছিলো। সে দিন ঢাকা পল্টন ট্রাজেডি সহ সাড়া দেশে প্রায় দেড় হাজার জামায়াত শিবিরের নেতাকর্মী ও সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের বিনিময়ে আজকের এই সুন্দর দিন পেয়েছি। আগামীতে আর কোন অপশক্তি যেন এরকম তান্ডব না চালাতে পারে সেই জন্য আমাদের অতন্দ্র পহরী হিসেবে ভুমিকা পালন করতে হবে। সুন্দর এই বাংলাদেশ কে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।

সবশেষে বিশেষ দোয়া ও মোনাজাত এর মাধ্যমে ময়নামতি ইউনিয়নের জামায়াতে ইসলামী কার্যালয় উদ্বোধন করে এবং উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।