মহান বিজয় দিবস উপলক্ষে ফটিকছড়িতে স্পর্ধিত অংহকার এ পুষ্পস্তবক অর্পন এর মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের নেতৃবৃন্দরা।
সোমবার সকাল মহান বিজয় দিবস ২০২৪ এর প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
পুষ্পস্তবক অর্পণের পর নেতৃবৃন্দরা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় উপস্থিত ছিলেন- ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের সভাপতি অঞ্জন কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পবিত্র বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সেফু বড়ুয়া অপূর্ব, অর্থ সম্পাদক রনবীর বড়ুয়া লিংকন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রুপক বড়ুয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমিত বড়ুয়া সাথে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ কায়ুম সহ ফায়ার সার্ভিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।