amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫

মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ২১শে ফেব্রুয়ারী পালিত

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৮:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

মহান শহীদ দিবস ও বাঙ্গালীর অহংকার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  ২০২৫ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে সভাপতি বাবু টিটু চৌধুরীর নেতৃত্বে ফটিকছড়ির কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সূর্যগিরি আশ্রমের উপদেষ্টা পণ্ডিত তরুণ কুমার আচার্য্য, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রুবেল শীল, ধীমান দাশ, শিপ্রা বসু মল্লিক, কৃষ্ণ বৈদ্য, লুনা বিশ্বাস, ঝুমুর সর্দার। বক্তারা তাদের বক্তব্যে বলেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলা ভাষার স্বীকৃতি পেয়েছি। পৃথিবীর কোনো দেশে ভাষার জন্য এত লড়াই ও জীবন দান করতে হয়নি। একমাত্র বাংলা ভাষার জন্য আমাদেরকে অসংখ্য মায়ের বুক খালি হয়েছে। কঠোর সংগ্রামের মাধ্যমে আমরা আজ যে মাতৃভাষা  বাংলায় কথা বলছি, নিজের মনের ভাব আদান প্রদান করতে পারছি সেই ভাষাকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হতে যেন হারিয়ে না যায় সেজন্য আমাদেরকে আরো সচেতন হতে হবে। বিদেশি ভাষায় সন্তানদের শিক্ষিত করতে গিয়ে যেন রক্তে ভেজা অর্জিত ভাষাকে ভুলে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। উক্ত আলেচনা সভা ও পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমার রতন আচার্য্য, মানিক বড়ুয়া, রূপনা আচার্য্য, সুপ্লব দত্ত, সুইটি আচার্য্য, রিকিউ আচার্য্য, অগ্নিলা শর্মা, অনির্বাণ শর্মা সহ আরো জ্ঞানীগুণী ব্যাক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।