amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১২ মে ২০২৫

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
মে ১২, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর নিয়মিত ত্রৈমাসিক সভা ১০ মে ২০২৫ শনিবার চট্টগ্রাম পাচঁলাইশ থানাধীন হামজারবাগস্থ শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী খানকাহ শরীফে অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (সাঃ) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ-এর সম্মানিত সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরী। উক্ত সভায় উপস্থিত ছিলেন শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্টের সম্মানিত সচিব এ ওয়াই এম ডি জাফর, ইঞ্জিনিয়ার কামালুর রহমান চৌধুরী। কেন্দ্রীয় পর্ষদ সদস্য মাওলানা হাবিবুল হোসাইন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পর্ষদ সহ-সভাপতি সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ ইউসুফ, কেন্দ্রীয় পর্ষদ সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল, সাহেদ আলী চৌধুরী, শেখ মাকসুদুর রহমান দুলাল, আবুল কালাম, এস এম মোর্শেদূল আমিন, মোহাম্মদ হারেছ, শফিউল আজম নিজাম, এম মকসুদুর রহমান হাসনু, মোহাম্মদ আলী, ফজলুল করিম ফজু, জয়নাল আবেদীন জুলু, আমির খসরু, মাওলানা আবুল বাসার, মোহাম্মদ রেজোয়ান নূর সিদ্দিকী উজ্জ্বল, মোঃ আশরাফুজ্জামান, এইচ এম আলী আবরাহা দুলাল, আশরাফ সিদ্দিকী, দিদারুল আলম, মোহাম্মদ আজম, মোহাম্মদ নাসির উদ্দীন প্রমুখ। সভায় পূর্বনির্ধারিত আলোচ্যসূচী মোতাবেক সম্মানিত সদস্যগণ আলোচনায় অংশগ্রহণ করেন। সভায় ত্রৈমাসিক প্রতিবেদন পাঠ করা হয় এবং বিগত সভার সিদ্ধান্তসমূহ পাঠান্তে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। উক্ত সভায় আসন্ন “সাংগঠনিক সংলাপ-২০২৫” নতুন আঙ্গিকে আয়োজন -এর জন্য বিস্তারিত আলাপ-আলোচনা সাপেক্ষে পূর্বের ত্রুটি-বিচ্যুতি আমলে নিয়ে ফলপ্রসূ সাংগঠনিক সংলাপ এর রুপরেখা প্রণয়নের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। আগামীতে অংশগ্রহণমূলক একটি সাংগঠনিক সংলাপের মাধ্যমে শাখা কমিটিসমূহ, সাংগঠনিক সমন্বয়কারীবৃন্দ ও কেন্দ্রীয় পর্ষদ এর মধ্যে দুরত্ব কমিয়ে এনে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর কার্যক্রম গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়াও সাংগঠনিক সেল, প্রচার ও মিডিয়া সেল, তাত্ত্বিক সেল সহ বিভিন্ন সেলের দায়িত্বশীল সম্মানিত সদস্যগণ তাদের স্ব স্ব সেলের সুবিধা-অসুবিধা ও ভবিষ্যত কর্মপন্থা তুলে ধরেন। মিলাদ,কিয়াম শেষে সভায় দেশ-জাতি উম্মাহ ও বিশ্বমানবতার মুক্তি কামনা করে আল্লাহ সুবহানাহুতাআলার দরবারে ফরিয়াদ করা হয়। মুনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় পর্ষদ সদস্য মাওলানা হাবিবুল হোসাইন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।