amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মাইজভাণ্ডার শরীফে শব-ই বরাত পালিত

Muhammad Jipon
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

শাবান মাসের পঞ্চদশ রাতকে শব-ই বরাত বলা হয় । শব মানে রাত এবং বরাত মানে মুক্ত হওয়া বা সম্পর্কচ্ছেদ করা। যেহেতু এ রাতে মুসলমানগণ তাওবা করে পাপরাশি থেকে সম্পর্কচ্ছেদ করে এবং আল্লাহ তা’আলার রহমতে অগণিত মুসলমান জাহান্নাম থেকে মুক্তি পায়,তাই এ রাতকে শব-ই বরাত বলা হয় । এই মহিমান্বিত রাতে মাইজভাণ্ডার দরবার শরীফে ইমামুল আউলিয়া হুজুর গাউসুলআজম মাইজভাণ্ডারী

মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.)’র রওজা শরীফে নামাজ পরবর্তী মিলাদ শরীফ অনুষ্ঠিত হয় এতে দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারীর মহামান্য জিম্মাদার আওলাদ, জাঁ-নশীনে অছিয়ে গাউসুলআজম শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী প্রকাশ ছোট হুজুর কেবলা এই বরকতময় রাতে সকলের তরে ফরিয়াদ করেন, এসময় উপস্থিত ছিলেন দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারী গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব মুন্তাজেম শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী (ম.)সহ অসংখ্য জায়েরীন মুহিব্বীনবৃন্দ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।