amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২৪ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হলেন নুসরাত জাহান

ক্যাম্পাস প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২৫ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের নজরুল ইসলাম। একইসাথে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন সহকারী অধ্যাপক নুসরাত জাহান (ম্যানেজমেন্ট), মো: মাইনুল ইসলাম (বাংলা), ইয়াতসিংহ শুভ (সঙ্গীত), জান্নাতুল মাওয়া মুন (সমাজবিজ্ঞান)।

বুধবার (২২ জানুয়ারী) এক বিজ্ঞপ্তিতে প্রক্টরিয়াল বডির সদস্যদের আগামী দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা রক্ষাসহ, একাডেমিক ও প্রশাসনিক কর্ম-পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইনের সংবিধি ১৮(১) ধারা অনুযায়ী দুই বছরের জন্য শিক্ষকগণকে প্রক্টর(ভারপ্রাপ্ত) ও সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

এর আগে, গতবছর ১৪ই আগস্ট নবগঠিত প্রক্টরিয়াল বডিতেও সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত ছিলেন ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক নুসরাত জাহান। এনিয়ে টানা দুবার সহকারী প্রক্টর এর দায়িত্ব পেলেন তিনি।

২০২৩ সালের ৯ জুলাই থেকে অত্যন্ত সফলতার সাথে ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সহকারী অধ্যাপক নুসরাত জাহান।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ ডিগ্রী অর্জন করেন এবং ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার জিওনবুক ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে এম. ফিল ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০১৯ সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন তিনি। এখন পর্যন্ত তার গবেষণার ঝুলিতেও রয়েছে প্রায় ২০ টি গবেষণা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।