ম্যাচের প্রথম ওভারে বাঁহাতি পেসার মার্কো ইয়ানসেনকে তিনটি চার মারলেন বিরাট কোহলি। তবে ভারতের দুর্দান্ত শুরু টিকল না বেশিক্ষণ। দ্বিতীয় ওভারেই আক্রমণে স্পিন নিয়ে এলো দক্ষিণ আফ্রিকা। তাতে সুফল মিলল হাতেনাতে। টানা দুটি চার হজমের পর দ্রুত ঘুরে দাঁড়িয়ে রোহিত শর্মাকে আউট করে দিলেন কেশব মহারাজ। এক বল পর বাঁহাতি স্পিনারের শিকার হলেন রিশভ পান্ত। খানিক বাদে সূর্যকুমার যাদবকে সাজঘরের পথ দেখালেন ডানহাতি পেসার কাগিসো রাবাদা।
শনিবার বার্বাডোজের কেনসিংটন ওভালে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখার সময়, টস জিতে আগে ব্যাট করতে নেমে চাপে আছে ভারতীয়রা। পাওয়ার প্লে শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৪৫ রান। ওপেনার কোহলি ১৯ বলে ২৫ ও ব্যাটিং অর্ডারের ওপরে উঠে আসা অক্ষর প্যাটেল ৬ বলে ৮ রানে খেলছেন।
প্রথম ওভারে কোহলির নৈপুণ্যে ১৫ রান তোলা ভারত দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে রোহিতের কল্যাণে পৌঁছে যায় বিনা উইকেটে ২৩ রানে। এরপর ঘটে ছন্দপতন।