শরীয়তপুর জেলার সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে ১২ ও ১৩ জানুয়ারি ২ দিনব্যাপী ” জেলা সাহিত্যমেলা ২০২২” সমাপ্ত হয়েছে।
একটি সমাজের সাহিত্য ও সংস্কৃতিচর্চা সেই সমাজের দর্পণস্বরুপ। মনীষীদের মতে যে জাতি সাহিত্য যতটা ঋদ্ধ ও সমৃদ্ধ , সে জাতির প্রাণশক্তি ও প্রতিভার উন্মেষ যথার্থভাবে স্ফুরণ ঘটে। মানুষ তার মনের নিগূঢ় আবেগ ও মনুষ্যত্বের ছোঁয়ায় সাহিত্যকে সমৃদ্ধ করে তােলে। সাহিত্যে একটি জাতির আশা-আকাঙ্ক্ষা, জীবনেতিহাসের প্রতিফলন ঘটায়।
শরীয়তপুর জেলা সাহিত্য সমৃদ্ধ একটি জনপদ। ‘’মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা’’ কালজয়ী এ গানের স্বষ্টা নড়িয়ার গীতিকবি ও সুরকার অতুলপ্রসাদ সেন, “সূর্য দীঘল বাড়ী” বিখ্যাত উপন্যাসের রচয়িতা নড়িয়ার শিরঙ্গল গ্রামের সন্তান আবু ইসহাক সহ আরও অনেকে এ জনপদের সাহিত্যিক রয়েছেন।
স্থানীয় লেখকদের নিয়ে স্বরচিত কবিতা পাঠ, প্রবন্ধ উপস্থাপন, সাহিত্য কথন, লেখক কর্মশালা সহ আরও বেশ কিছু সেশন এ বাংলা একাডেমি হতে আগত অতিথিবৃন্দের সাথে স্থানীয় লেখকদের মেলবন্ধন তৈরী হল এ সাহিত্যমেলার মাধ্যমে। অনেক লেখক ও কবি অনুপ্রাণিত হয়েছেন এ সাহিত্যমেলার মাধ্যমে।
সবশেষে কবিকণ্ঠে কবিতাপাঠ, কথাসাহিত্যিকদের ছোটগল্প ও উপন্যাস থেকে পাঠ এবং নাট্যকারদের মঞ্চ নাটক নাটক উপস্থাপনের মাধ্যমে শেষ হয় “জেলা সাহিত্যমেলা ২০২২”।
এএইচ