amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৪ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুরে ২ দিনব্যাপী “জেলা সাহিত্যমেলা ২০২২” এর সমাপ্তি

আবু হানিফ, নিজস্ব প্রতিবেদক:
জানুয়ারি ১৪, ২০২৩ ১২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

শরীয়তপুর জেলার সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে ১২ ও ১৩ জানুয়ারি ২ দিনব্যাপী ” জেলা সাহিত্যমেলা ২০২২” সমাপ্ত হয়েছে। 

একটি সমাজের সাহিত্য ও সংস্কৃতিচর্চা সেই সমাজের দর্পণস্বরুপ। মনীষীদের মতে যে জাতি সাহিত্য যতটা ঋদ্ধ ও সমৃদ্ধ , সে জাতির প্রাণশক্তি ও প্রতিভার উন্মেষ যথার্থভাবে স্ফুরণ ঘটে। মানুষ তার মনের নিগূঢ় আবেগ ও মনুষ্যত্বের ছোঁয়ায় সাহিত্যকে সমৃদ্ধ করে তােলে। সাহিত্যে একটি জাতির আশা-আকাঙ্ক্ষা, জীবনেতিহাসের প্রতিফলন ঘটায়।

শরীয়তপুর জেলা সাহিত্য সমৃদ্ধ একটি জনপদ। ‘’মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা’’ কালজয়ী এ গানের স্বষ্টা নড়িয়ার গীতিকবি ও সুরকার অতুলপ্রসাদ সেন, “সূর্য দীঘল বাড়ী” বিখ্যাত উপন্যাসের রচয়িতা নড়িয়ার শিরঙ্গল গ্রামের সন্তান আবু ইসহাক সহ আরও অনেকে এ জনপদের সাহিত্যিক রয়েছেন।

স্থানীয় লেখকদের নিয়ে স্বরচিত কবিতা পাঠ, প্রবন্ধ উপস্থাপন, সাহিত্য কথন, লেখক কর্মশালা সহ আরও বেশ কিছু সেশন এ বাংলা একাডেমি হতে আগত অতিথিবৃন্দের সাথে স্থানীয় লেখকদের মেলবন্ধন তৈরী হল এ সাহিত্যমেলার মাধ্যমে। অনেক লেখক ও কবি অনুপ্রাণিত হয়েছেন এ সাহিত্যমেলার মাধ্যমে।

সবশেষে কবিকণ্ঠে কবিতাপাঠ, কথাসাহিত্যিকদের ছোটগল্প ও উপন্যাস থেকে পাঠ এবং নাট্যকারদের মঞ্চ নাটক নাটক উপস্থাপনের মাধ্যমে শেষ হয় “জেলা সাহিত্যমেলা ২০২২”।

 

এএইচ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।