amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ২৭ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

শহীদ এডভোকেট আলিফের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে- হেফাজতে ইসলাম

মোহাম্মদ মহিউদ্দিন
নভেম্বর ২৭, ২০২৪ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যা ও আদালতের মসজিদ ভাংচুরের সঙ্গে জড়িত ইসকনের কর্মী-সমর্থকদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির।

২৭ শে নভেম্বর বুধবার বেলা সাড়ে তিনটায় হাটহাজারী হেফাজতে ইসলাম বাংলাদেশ, চট্টগ্রাম উত্তর জেলা আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে উগ্র হিন্দুত্ববাদী ইসকনের কর্মী-সমর্থকরা সন্ত্রাসী আক্রমণ চালিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে দিনের আলোতে জনসম্মুখে নির্মমভাবে হত্যা করেছে এবং আদালত ভবনের মসজিদে ভাংচুর চালানোর মতো দুঃসাহস দেখিয়েছে।

আওয়ামী মদদপুষ্ট ইসকনের উসকানিতে এই ষড়যন্ত্রমূলক অরাজকতা তৈরি করা হয়েছে বলে আমরা মনে করি। এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ইসকনের কর্মী-সমর্থকদের দ্রুত গ্রেপ্তার করে শহীদ আলিফ হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে সরকারকে।

যারা আওয়ামী চক্রান্তের সাথে একীভূত হয়ে দেশবিরোধী অরাজকতা তৈরি করতে সক্রিয়, তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার নজির দেখাতে হবে সরকারকে। আমরা এ ঘটনায় শান্ত ও সংযত থেকেছি বটে, কিন্তু এদেশের মুসলমানদের ধৈর্য্যেরও সীমা রয়েছে- তা মাথায় রাখতে হবে।ফ্যাসিস্ট হাসিনার পতনের পর থেকে এই সংগঠনটি আবারও আওয়ামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠার অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।তাদের কোনো ফাঁদে পা না দিতে সাধারণ সনাতনী হিন্দুদের প্রতি আমরা জোর আহ্বান করছি।

আবহমানকাল থেকে হাটহাজারী সাম্প্রদায়িক সম্প্রীতির এক উর্বর ভূমি।আমরা এখনো হাটহাজারীতে সেই সহাবস্থান ধরে রাখতে চাই।তাই আমি কাউকে আইন হাতে তুলে না নেয়ার আহবান জানাচ্ছি।

এতে আরো বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা মুফতী মুহাম্মদ আলী কাসেমী, সহকারী মহাসচিব যথাক্রমে মাওলানা হাবিবুল্লাহ আজাদী, মাওলানা জাফর আহমদ, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য যথাক্রমে মাওলানা মাহমুদ হুসাইন, মাওলানা শফিউল আলম, সহ দফতর সম্পাদক মাওলানা নিজাম সাইয়্যিদ।

এতে আরো উপস্থিত ছিলেন হেফাজত নেতা মাওলানা হাফেজ আলী আকবর, মাওলানা নজরুল ইসলাম ওমানী, মাওলানা রিজওয়ান আরমান, মাওলানা শাহজাহান মাওলানা আবুল হাশেম ও মাওলানা আনিসুল ইসলাম প্রমূখ।

সংবাদ সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতী মুহাম্মদ আলী কাসেমী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।