ফটিকছড়িতে শাহ্ মীর মুনিরীয়া দরবার শরীফে ৪১তম পবিত্র জাশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী, ৪৬তম চন্দ্রবার্ষিক ওরছ শরীফ ও গাউছিয়া আহমদিয়া মীর ছাহারা মাদ্রাসার সালানা জলসা উপলক্ষে ২ দিনব্যাপী আজিমুশশান ওয়াজ মাহফিল, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও চক্ষু চিকিৎসা সেবা গত ১৫ ও ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে।
দুইদিন ব্যাপী কর্মসুচির সমাপনী দিবসের ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন, অত্র দরবার শরীফের বর্তমান পীর সাহেব, পীরে ত্বরীকত, শাহসুফী সৈয়দ মুহাম্মদ আবু জাফর মুনিরী (ম.জি.আ.)
শাহজাদা সৈয়দ মুহাম্মদ আবু ছাদেক মুনিরীর পরিচালনায় উপস্থিত ছিলেন- ফটিকছড়ি পৌরসভার মেয়র মোহাম্মদ ইসমাইল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন-মোহাম্মদ তানভীর, মুহাম্মদ মহিউদ্দিন, সৈয়দ মুহাম্মদ ইলিয়াস, মাওলানা হাফেজ ফখরুদ্দিন কাদের চৌধুরী, মাওলানা সৈয়দ আইনানুল হক মুনিরী, মাওলানা ফারুক আহমদ, মাওলানা মঈনউদ্দীন নূরানী, মাওলানা আজিজুল করীম, আলহাজ্ব মুহাম্মদ ফোরকান রেযা, মাওলানা সৈয়দ আসিফ উল্লাহ্, হাবিবুল ইসলাম ভুইয়া, কাজী মুহাম্মদ আতাউল্লাহ্, সাহাব উদ্দিন বাবু, মাওলানা মুহম্মদ ইয়াহইয়া মুনিরী প্রমুখ
এতে প্রধান বক্তা হিসেবে তাকরীত পেশ করেন ছিলেন- হযরত মাওলানা মুফতি হাফেজ গোলাম কিবরিয়া, বিশেষ বক্তা ছিলেন,ল হযরত মাওলানা মুহাম্মদ উমর ফারুক নঈমী, মাওলানা নূরুল আলম মুনিরী, মাওলানা সৈয়দ জাহাঙ্গীর আলম মুনিরী।
খতমে কুরআন, খতমে গাউছিয়া, খাজেগান, তকরির, মিলাদ কিয়াম, দেশ ও জাতীর কল্যাণদোয়া মুনাজত এবং তাবাররুক বিতরণের মধ্য দিয়ে দুইদিন ব্যাপী কার্যক্রমের পরিসমাপ্তি হয়।