amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২৬ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সর্বজনীন পেনশন প্রত্যাখ্যান রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির

Link Copied!

সম্প্রতি অর্থ মন্ত্রণালয় প্রদত্ত সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপনকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তা প্রত্যাহারের জানিয়ে বিবৃতি দিয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সহযোগী অধ্যাপক ড. মো: ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক রিফাত উর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “গত ১৩ মার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় পেনশন সংক্রান্ত একটি বৈষম্যমূলক প্রজ্ঞাপন জারি করে (এস, আর, ও নং-৪৭-আইন/২০২৪) যেখানে বলা হয়েছে ‘সকল স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং উহাদের অধীনস্থ অঙ্গ প্রতিষ্ঠানসমূহের চাকরিতে যে সকল কর্মকর্তা বা কর্মচারী, তাহারা যে নামেই অভিহিত হউন না কেন, ১ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ ও তৎপরবর্তী সময়ে নতুন যোগদান করিবেন, তাহাদের সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার আওতাভুক্ত করিল।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, “পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে দেশের শিক্ষাব্যবস্থা ও গবেষণার মূল চালিকাশক্তি। আর তাই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য এ ধরনের বৈষম্যমূলক পেনশন নীতি অবলম্বন সংবিধানের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক এবং বঙ্গবন্ধুর শিক্ষা-দর্শন বিরোধী। এছাড়াও এই ধরনের বৈষম্যমূলক নীতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা ব্যহত করতে এবং দেশকে মেধাশূন্য করতে এক ষড়যন্ত্রের অবতারণা। তাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করছে এবং প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।