গতকাল শনিবার (১৪ অক্টোবর) বাংলাদেশ পূজা এসোসিয়েশন অস্ট্রেলিয়া’র উদ্যোগে সিডনিতে আয়োজন করা হলো মহালয়া। হিন্দু ধর্মের রীতি অনুযায়ী আশ্বিন মাসের ষষ্ঠী তিথিতে দেবী দুর্গাকে আমন্ত্রণ জানানো হয় । তার ঠিক পাঁচ দিন আগে মহালয়ার মাধ্যমে জানানো হয় দেবীর আগমন বার্তা। মূলত অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির জয়ী করতে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয়।
অস্ট্রেলিয়ার সিডনি শহরের তেলোপিয়া সাবার্বের ডান্ডাস কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মহালয়ার অনুষ্ঠানে অসংখ্য বাঙ্গালির উপস্থিতিতে দেবী দুর্গার আগমণী বার্তা ঘোষিত হয় । উল্লেখ্য ইতিহাস বিখ্যাত বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যেমন চণ্ডীপাঠের মাধ্যমে মহালয়ার অনুষ্ঠানকে একটি বিশেষ মাত্রা দিয়েছিলেন তেমনি বাংলাদেশ পূজা এসোসিয়েশন অস্ট্রেলিয়া’র শিল্পীবৃন্দ এ অনুষ্ঠানে আবারও নতুন করে তাঁর অবদানকে অনুকরণ করেন । এ অনুষ্ঠানে চণ্ডীপাঠকের ভূমিকায় দেখা যায় জ্যোতি বিশ্বাসকে । আর সংগীতে ছিলেন প্রমোদ কর্মকার, নির্মল চক্রবর্তী, মালা ঘটক, মৌসুমী মণ্ডল, রিংকু দাস, বন্যা দত্ত, প্রতীতি কর্মকার, প্রিংয়াকা রায়, দিপ্রজ্যোতি দত্ত, জনমেজয় রায়, পংকজ বাড়ৈ, অনুপম গোস্বামী, শর্মিষ্ঠা ফনি, অনুলেখা পণ্ডিত, সুমিতা দে, ঔশী গোস্বামী এবং মিশা চৌধুরী ।
মহালয়ার অনুষ্ঠানটিকে মনোমুগ্ধকর করতে আরো আয়োজন করা হয় মহিষীমর্দিনী সঙ্গীতের, সঙে নৃত্য । নৃত্যে অংশগ্রহণ করেন মৌসুমী সাহা, শ্রীমন্ত পাল, মেঘলা রায়, আরাধ্য দেব, তৃষা সরকার, ঈষান রায় এবং ঈষিতা রায় ।