amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ৩১ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সোহরাওয়ার্দী কলেজে শরীয়তপুর জেলা কল্যাণের নেতৃত্বে ওসমান- জুয়েল

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৩১, ২০২৪ ৯:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে অধ্যয়নরত শরীয়তপুরের শিক্ষার্থীদের সংগঠন শরীয়তপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সমাজকর্ম বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শুকুর আহমেদ ওসমানকে সভাপতি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তালহা জুবায়ের জুয়েলকে সাধারন সম্পাদক করে আগামী এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।
৩০ মার্চ (শনিবার) জেলা কল্যাণের আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত সদ্য সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক ও জেলা কল্যাণের উপদেষ্টা মন্ডলীদের অনুমোদনে এই কমিটি ঘোষণা করা হয়।

আংশিক কমিটিতে এছাড়া সহ-সভাপতি হিসাবে আছেন মেহেদী ফেরদৌস, এস.এম ফারুক আহমেদ, অন্তর বেপারী,বিজয় হাসান জয় এবং মাহদী হাসান হামিম (মেহেদি)।
তাছাড়া যুগ্ম-সাধারন সম্পাদক হিসাবে ঘোষণা করা হয় তাহাসিন আহমেদের (হৃদয় তালুকদার) নাম। সাংগঠনিক সম্পাদক হিসাবে আছেন জাহিদ হাসান জয়, এবং আশীষ দে। এছাড়া আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।