amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস পালিত

আবু নোমান
অক্টোবর ২৪, ২০২৪ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

‘নদীর প্রাণ ডলফিন-শুশুক, নিরাপদে বেচেঁ থাকুক‘ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারীতে আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামানের সভাপতিত্বে জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিত ভট্টাচার্য ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মো. মোরশেদের যৌথসঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক একেএম গোলাম মোর্শেদ খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চবির প্রাণিবিদ্যা বিভাগ ও হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির চেয়ারম্যান অধ্যাপক মনজুরুল কিবরিয়া।

এ সময় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শোয়েব, প্রাণিসম্পদ কর্মকর্তা সুজন কানুনগো, হালদা গবেষক শাহ আলম কায়সার, মডেল থানার পরিদর্শক (তদন্ত) নরুল আলম, প্রেসক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বোরহান উদ্দীন, মৎস্যচাষি কামাল উদ্দীন, ডিম সংগ্রহকারী মো. রোসাঙ্গীরি প্রমুখ বক্তব্য প্রদান করেন।

সভা শেষে ডলফিন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।