amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২২ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে তারুণ্যের আলো’র ইফতার সম্পন্ন

মোহাম্মদ মুরসালিন চৌধুরী
মার্চ ২২, ২০২৫ ৫:০০ পূর্বাহ্ণ
Link Copied!

হাটহাজারীতে মানবিক ও শিক্ষাবান্ধব সংগঠন তারুণ্যের আলো’র উদ্যোগে বিশ্বব্যাপী ন্যায়বিচার প্রতিষ্ঠার অগ্রদূত হযরত আলী (রা.)’র শাহাদাত দিবস স্মরণে হাফেজ উৎসব ও সম্মাননা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের আলো এর সভাপতি মুহাম্মদ মেহেদি আকিব হাসান এর সভাপতিত্বে শুক্রবার হাটহাজারী পৌরসভার একটি রেস্তোরায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

তারুণ্যের আলো এর কার্যকরী সদস্য আমজাদ হোসেন রিপন এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন পৌরসভা দোকানদার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব জসিম উদ্দীন বাবুল, শাহ আনোয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান লায়ন হাফিজুর রহমান, হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান, হাটহাজারী সরকারি কলেজ এর প্রভাষক মুহাম্মদ উজাইর।

হাটহাজারী সরকারি কলেজ এর প্রভাষক মুহাম্মদ রনি, রঙ্গিপাড়া শাহী জামে মসজিদ এর খতিব আল্লামা মফিজুর রহমান আলকাদেরী, ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক হাফেজ দিদারুল ইসলাম, হাটহাজারী পৌরসভা ব্যবসায়ী সমিতির সদস্য সাজ্জাদ হোসেন জনি, ফ্রেন্ডস টেলিকম মুবাইল শপ এর স্বত্বাধিকারী জসিম উদ্দিন, মনোওয়ারা টেলিকম এর স্বত্বাধিকারী মুহাম্মদ আশিকুল ইসলাম, সময় সংগঠন এর প্রধান উপদেষ্টা জিয়া উদ্দিন বাবুল, হাটহাজারী সেন্ট্রাল স্টুডেন্ট ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ তারেক, প্রত্যয় বাংলাদেশ এর সাধারণ সম্পাদক শাহেদ বিন আলী, এক টাকার শিক্ষার প্রতিনিধি আমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।