amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

হালদার বাঁধ ভেঙে ঝুঁকিতে শত শত পরিবার

মোহাম্মদ আবু নোমান
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের হাটহাজারীতে হালদার বাঁধ ভেঙে বসতবাড়িসহ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে।

সরোজমিন পরিদর্শনে দেখা যায়, উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড নাঙ্গলমোড়া ইসলামীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি কয়েকটি বসতঘর নদীগর্ভে যাওয়ার উপক্রম হয়েছে। এতে ঝুঁকিতে আছে শত শত পরিবার।

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, হালদায় নাঙ্গলমোড়া অংশের বিভিন্ন জায়গায় বালু খেকোরা অবৈধভাবে বালু উত্তোলন করে নদীর গভীরতা বৃদ্ধি করে ফেলেছে। যার ফলে শত কোটি টাকা ব্যয় দেওয়া বাঁধের অনেকাংশ ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। তাদের মতে দ্রুত এই ভাঙ্গন রোধব্যবস্থা গ্রহণ করা না হলে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও বসতঘর হালদা নদীতে বিলীন হয়ে যাবে। দ্রুত ব্যবস্থা নিয়ে বাঁধ মেরামতের দাবি তাদের।

স্থানীয় ইউপি সদস্য মোঃ ছগির জানান, বিষয়টি আমরা পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করি। পানি উন্নয়ন বোর্ড কর্তৃক উক্ত স্থান পরিদর্শন করা হয়েছে। আশা করি দ্রুত কাজ শুরু হবে।

এবিষয়ে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ শাহিন বাদশা মুঠোফোনে জানান, আমরা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত স্থানটি পরিদর্শন করেছি। একটা সার্ভেও করেছি। আশা করছি দ্রুত সময়ে মেরামত কাজ শুরু হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।