ফটিকছড়ির এক মানবতাবাদী ব্যক্তি তাঁর জন্মস্থানের প্রতি দ্বায়িত্ব পালনে ছুটে আসলেন। সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করলেন বস্ত্র,ঔষধ ও নগদ অর্থ।
১৪ সেপ্টেম্বর উপজেলার নাজিরহাট পৌরসভা ও সুয়াবিল ইউনিয়নের বিভিন্নস্থানে বস্ত্র,ঔষধ ও নগদ অর্থ বিতরণ করেন তিনি। বিতরণকালে তিনি কারো ছবি তুলতে নিষেধ করেন এবং তাঁর নামটিও প্রচার না করতে বলেন।
এতে উপস্থিত ছিলেন,নাজিরহাট পৌরসভা কাউন্সিলর মওলানা সৈয়দ জয়নাল আবেদীন,ব্যবসায়ী মোহাম্মদ নাজিম উদ্দিন,সাংবাদিক রফিকুল ইসলাম ও মোহাম্মদ জিপন উদ্দিন, নাজমুল হাসান প্রমুখ।
এ মানবতাবাদী ব্যক্তির গ্রামের বাড়ি নানুপর শরাফত উল্লাহ মুন্সীর বাড়ি প্রকাশ মীর বাড়ি। স্থায়ীভাবে বসবাস করেন দামপাড়া ওয়াসা এলাকায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।