amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে ৪০দিন জামায়াতে নামাজ আদায়কারীদের সম্মাননা দিল ঊষার আলো একতা সংঘ

মুক্তকণ্ঠ রিপোর্ট:
ডিসেম্বর ১৮, ২০২৪ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

ফটিকছড়িতে ঊষার আলো একতা সংঘের এক বছর পূর্তি ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ৪০ দিন জামায়াতে নামায আদায়কারী ৫৫জনকে বাইসাইকেল সহ অন্যান্য সম্মাননা এ পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। একইসাথে ৬ টি সামাজিক সংগঠনকে সম্মাননা ও ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ী ও বীজিতদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী উত্তর ধুরুং ইমাম আবু হানিফা মাদ্রাসা সংলগ্ন মাঠে এসব কর্মসূচী অনুষ্ঠানে হয়েছে।

কামরুল হাসান মাসুদের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন এলাকার সমাজসেবক মাহাবুল বশর, সেলিম উদ্দিন, মনিরুল হক, আলমগীর, জাফর ইকবাল বাবু। ১ম অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক মহিলা কাউন্সিলর ফিরোজা বেগম,ডা: তৌফিকুল আলম। ২য় অধিবেশনে প্রধান আলোচক ছিলেন- হাফেজ কামরুল ইসলাম এবং প্রিয় উত্তর ধুরুং এর উপদেষ্টা মাষ্টার শহিদুল আলম, আবু রায়হান, সিনিয়র উপদেষ্টা আবু বকর সিদ্দিক, যুবদল নেতা মোবারক হোসেন ও রাহাত।

অনুষ্ঠানে ক্লাবের উপদেষ্টা আজিজুল হক মামুন ক্লাবের উদ্দেশ্যে ও ভবিষ্যত পরিকল্পনা ম্যাপ ঘোষণা করেন।

অনুষ্ঠানে উত্তর ধুরুং-এর খলিফা মসজিদ, গাউছিয়া মসজিদ, ইমাম আবু হানিফা মসজিদ এর মোট ৫৫ জনকে জামায়াতে নামাযের জন্য বাইসাইকেলসহ বিভিন্ন ধরনের পুরষ্কার প্রদান করা হয়।

এর আগে, উত্তর ধুরুং এর ৬ টি সামাজিক সংগঠন যথাক্রমে ওয়েল ভিশন সোসাইটি, গাউসিয়া কমিটি, গুড উইল সোসাইটি, নিউ স্টার ক্লাব, নবজাগরণ একতা সংঘ, হক কমিটি কে সামাজিক কাজের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও আন্ত: ক্লাব গুলোকে নিয়ে আয়োজিত শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট এর চ্যাম্পিয়ন ওয়েল ভিশন ও রানার আপ গুড উইল কে চ্যাম্পিয়ন ও রানার আপ ট্রফি প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ক্লাবের সভাপতি ওয়াহিদুর রহমান, সাধারণ সম্পাদক মুন্না, অর্থ সম্পাদক মুরাদ, প্রচার সম্পাদক সিয়াম, আজিজ, ওমর,রাব্বি, আলী, সারুপ, আবদুল আজিজ কানন, মোস্তাফা, জামবিদ, সাহাব উদ্দিন, জোবায়েত, কামরুল, তানজিম, বাবু, আইস, কাউছার, মারুফসহ আরো অনেকে।

অনুষ্ঠান শেষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মনোহর শিল্প গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় অসাধারণ এক কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।