সাশ্রয়ী এবং সুলভ সবুজশক্তি” থিমের উপর উদ্ভাবনী আইডিয়া উপর আয়োজিত ” অরেঞ্জ কর্নার ডাচ মিনিস্ট্রির বৈদেশিক কূটনীতিকদের আহবানে পরিচালিত” IDEATION Challenge 3.0 প্রতিযোগিতা। যেখানে নানা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন এবং তাদের আইডিয়া প্রদর্শন করেন। যার মধ্যে প্রাথমিক বাছাইপর্বে ২৩০ জন আবেদনকারী টিমদের মধ্যে বাছাইকৃত ৩০ টি টিম জায়গা করে নিয়েছে।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর IDEATION Challenge 3.0 এ নিটার টিমের সদস্য হলো, ইইই ডিপার্টমেন্টের ১০ম ব্যাচের শিক্ষার্থী মো:রবিউল আলম(টিম লিডার) এবং ১৩ তম ব্যাচের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী লাবিবা তারান্নুম।
আগামী ২৪ মে এবং ২৫ মে,২ দিন বুটক্যাম্প আয়োজন করা হয়েছে ৩০ জন সিলেক্টেড টিমের জন্য যা অনুষ্ঠিত হবে”The Attention Network”,কাওরান বাজার,ঢাকাতে। এবং পরবর্তী,১১ জুন,২০২৪ এ গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হবে,যেখানে ৩০জন প্রতিযোগি টিম লড়াই করবেন।